This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, November 6, 2013

ফেইসবুক ইউনিভারসিটি (Facebook University )

রাইটার- নীল নয়ন।
আমরা সবাই পরাশুনা করি। এর একটি ধাপ রয়েছে। যেমন- প্রাইমারী, হাই স্কুল, কলেজ, ইউনিভারসিটি, এভাবে আসতে থাকে।
বর্তমানে আমরা সবাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি। সবাই ফেইসবুক ইউজ করছি। এর ও একটা ধাপ খাকতে হয় আপনারা কি বলেন। আমার মনে হয় থাকা দরকার । তাই আমি একটু সার্চ করে দেখলাম এবং পেয়ে গেলাম ফেইসবুক ইউনিভারসিটি। এবং আমি এখানে আমার প্রোফাইল Analysis  মারজু কারবার এর কাছ থেকে  সার্টিফিকেট  পেলাম। আপনারাও আপনার প্রোফাইল সার্টিফিকেট নিয়ে নিন মারজু কারবার এর কাছ থেকে। দেরি করবেন না। তা হলে হয়ে যাক।
নিচের লিংঙ্ক এ ক্লিক করুন- এবং ফেইসবুক কানেক্ট করুন তা হলে আপনার কাঙ্খিত রেজাল্ট পাবেন। ভাল রেজাল্ট পেলে আমাকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না।
Facebook University Results
আমার সাখে যোগাযোগ করুন- ০১৭৩৭৯৬৬৭১৭
newsongbazar.blogspot.com

newsongbazar.blogspot.com




ডিপ্লোমা ইন-ইনঞ্জিনারিং সকল খবর পেতে ভিজিট

রাইটার - নীল নয়ন।
পরম করুনাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে লিখলাম।
আমরা সবাই ডিপ্লোমা ইন-ইনঞ্জিনারিং পড়তেছি। আমাদের অনেক কার্যক্রম রয়েছে। আজ প্রায় ১ মাস এর মত আমাদের পরীক্ষা বর্জন করা হয়েছে। এবং সকল পলিটেকনিক এর কার্যক্রম বন্ধ রয়েছে। ফেইসবুকে একটা গ্রুপ রয়েছে যেখান খেকে সব কিছু পরিচালনা করা হয়। এই পেইজের মেম্বাররা সবাই ডিপ্লোমা পড়াশুনা করতেছে। সারা বাংলাদেশের প্রায় ১৫০০০+ ছাত্র এই পেইজের সাথে আছে। সুতরা সকল খবরাখবর এখান থেকে পাওয়া যাবে।
আমি নিচে আমাদের ডিপ্লোমাদের কার্জক্রমের নিউজ সম্পকে কিছু লিংঙ্ক দিচ্ছি দেখুন।
 আমাদের কারিগরি শিক্ষাবোর্ডের মেইন সাইট- BTEB
DiplomaEngineers.Students.bd/

Diploma Engineers problem solution group






আপনার প্রোফাই এনালাইসিস করুন এখনই-

রাইটার - নীল নয়ন
আমরা তো সবাই ফেইসবুক ইউজ করে থাকি। বিভিন্ন ভাবে ফটো আপলোড করি, ষ্টাটাচ দিয়ে থারি এর উপর বিভিন্ন কমেন্ট লাইক পড়ে থাকে। আমরা যানি না এর % কত হয়। এই পারসেন্ট দেখার জন্য একটি লিংক দিলাম দেখুন আপনার ফ্রোফাইল এর %। তাহলে আর দেরি নয় দেখি এখনই। এর একটা পাভাল  লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

http://analysis.aws.af.cm/

এখানে যাওয়ার পর একটা পেইজ আসবে ওখানে Allow তে ক্লিক করতে হবে।
তাহলে আপনার কায্খিত রেজাল্ট দেখাবে।
newsongbazar.blogspot.com

newsongbazar.blogspot.com

 

Saturday, July 27, 2013

এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানুন সহজে ওয়েবসাইট থেকে ।

শীঘ্রই এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়া হবে , কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে পারেন অথবা jSC,SSC ও Hsc পুরনো ফলাফল গুলো আবারো চেক করে নিতে পারেন ।Click Hear

Wednesday, July 24, 2013

Android মোবাইল এ ফ্রী নেট চালান

রথমে আপনার gp sim এ ২ এমবি পাকেজ নিন এরপর
প্রথমে Menu থেকে Settings এ যান। Wireless & Network থেকে Mobile Networks এরপর select subscription আপনার gpসিম যদি 2 number এ হয় তাহলে subscription 2 এ যান এবং Access point Names এ গিয়ে Optionথেকে New Apn তৈরি করুন। Name: Free APN: gpmms Proxy: 10.128.1.2 Port: 8080 Username: <not set> Password: <not set> Server: <not set> MMSC: <not set> MMS Proxy: <not set> MMSPort: <not set> MCC: 470 MNC: 01 Authentication type: <not set> APN type: internet APN protocol: IPv4 Optionথেকে APN টি Save করে active করে নিন। নিচের লিঙ্ক থেকে opera ডাউনলোড করে নিন। তারপর Opera Mini Browserওপেন করলে একটা হ্যান্ডেলার মেন্যু দেখতে পাবেন।সেখানে Front query তে লিখুন 10.102.61.249:8002 @ বাকি সব খালি রেখে save দিন। 8002 এর পর একটা space দিবেন।

Image
এই কাজ গুলো সঠিক ভাবে করতে পারলে Opera Mini ইন্সটল হবে এবং আপনি ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন।

Download Mediafire link

ফ্রি ইন্টারনেট (GPMMS) এর ব্যবহার- পিসিতে

আমি এটা জানি যে সকলেই জানে কিভাবে গ্রামীনফোনের সাহায্যে ফ্রি তে ইন্টারনেট চালাতে হয় । তারপর ও যারা সঠিক উপায় জানে না এই অংশটকি শুধুমাত্র তাদের জন্য ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
আমার মতে গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে দুই ভাবে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । আরো উপায় থাকতে পারে কিন্তু সেটা আমার জানা নাই । আমি যে দুটা উপায় জানি সেই তুটো পদ্ধতি বলি -
পদ্ধতি ১ – Proxy সেটিং করে । আপনি যে ব্রাউজার চালাবেন সেই ব্রাউজারের সেটিং এ গিয়ে প্রক্সি এবং পোর্ট পরিবর্তন করে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় ।
বর্তমান ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্সি ও পোর্ট হচ্ছে -
Proxy – 10.128.1.2
Port – 8080
পদ্ধতি ২ – আমার মতে এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালালো সবচেয়ে সহজ উপায় । আর এটা ঝামেলা বিহীন পদ্ধতি ও বটে । এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য আপনাকে প্রথমে নিচে থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download Proxifier Full Version.
সাথে এই বইটি সংগ্রহে রাখুন কাজে লাগবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download GPMMS FULL TUTATIAL
সফটওয়্যারটি ডাউনলোড শেষে আপনার পিসি তে ইনস্টল করুন । সিরিয়াল কি ভেতরে পাবেন তাই ফুল ভার্সন করে নিন । এবার সফটওয়্যারটি কে ওপেন করুন । এবার নিচের ছবিটি দেখে সেটিং করে নিন -
আপনি সফটওয়্যারটি ওপেন করে প্রথমে Option এ ক্লিক করুন । এবার দ্বিতীয় ছবিটির মত একটা ডায়ালগ বক্স আসবে সেই ডায়ালগ বক্স Add এ ক্লিক করে -
Adress – 10.128.1.2
Port – 8080
Protocal – HTTPS
সিলেক্ট করে দিবেন । এবার Ok করুন । ব্যাস ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা আপনি নিজে তৈরি করে ফেললেন ।
আপনি তো ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা তৈরি করে ফেললেন তাহলে এবার চালাবেন কিভাবে সেটা তো দেখে নিন -
আপনি প্রথমে আপনার মডেম বা ডায়াল আপ কানেকশন সেটিং এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিন । এবার Proxifier ওপেন করুন । Proxifier মিনিমাইজ করে রাখুন ।
আপনার ব্রাউজার ওপেন করে আপনার কাঙ্খিত সাইটের নাম লিখে ব্রাউজিং অথবা ডাউনলোড করতে থাকুন ।
বিশেষ দ্রষ্টব্য – আপনি যদি এভাস্ট এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে ফ্রি ইন্টারনেটের কানেকশন দেওয়ার আগে এভাস্ট ১০ মিনিটের জন্য ডিসএবল করে নিবেন ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
অনেকেই আছেন যারা গ্রামীনফোনের মাধ্যমে ফ্রি তে ইন্টারনেট চালাচ্ছেন । বর্তমানে গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিসকানেক্ট সমস্যা ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
বার বার ডিসকানেক্ট সমস্যা তাই বলে কি আমরা ফ্রি ইন্টারনেট আর ব্যবহার করতে পারব না । নো টেনশন ডু ফুর্তি । ডিসকানেক্ট সমস্যা তাতে কি যেমন ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তেমনি এটি অটো ভাবে কানেক্ট হয়ে যাবে । তবে এর জন্য সেটিং করে নিতে হবে ।
আসুন আমরা প্রথমে দেখে নিই আমার Reconnect সফটওয়্যারের ব্যাবহার ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন কে Reconnect করব ।
প্রথমে আপনি আপনার মডেম কানেকশন বা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেকশন দিন । আপনি দেখবেন ডেস্কটপের টাস্কবারে নতুন আইকন এসেছে । আসুন আইকনটি চিত্রের মাধ্যমে দেখি -
আমি আমার GPMMS ডায়াল আপ কানেকশন কানেকটিং করে আপনাদের দেখালাম । কানেকশন তো দিলাম তবে এবার এটাকে অটো কানেকন্ট করব কিভাবে । আসুন চিত্রটি দেখি -
আপনি এবার টাস্কবারে উপস্তিত আইকনে ডবল ক্লিক করুন । তাহলে দেথতে পারবেন উপরের ছবির মত এসেছে ।
এবার Properties এ ক্লিক করুন । তারপর আপনি Option এ ক্লিক করুন এবং ছবিটির মত সেটিং করে নিন -
Redial Attemps – 3
Time Between Redial Attemps – 1 Second
Idle Time Before Hang Up – Never
আপনি উপরের ঘর গুলোকে ফাকা রাখবেন । এথন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে । কাজটি হল নিচের Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করতে হভে ।
Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করার পর Ok করুন ।
ব্যাস !! এবার দেখুন কানেকশন ডিসকানেক্ট হলে এক সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
আমরা ফ্রি ইন্টারনেট চালানোর নিয়ম কানুন তো জেনে নিলাম তাহলে এবার জানব আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে (IDM) ফ্রিতে ডাউনলোড করার জন্য ব্যাবহার করব এবং এটাকে অটো কানেকটেড করব ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
ইন্টারনেট ব্যবহারকারিরা জানে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাদের জন্য কতটা জরুরি । আমরা এটা জেনে গেছি যে GPMMS এর মাধ্যমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজাররের (IDM) সাহায্যে ফ্রিতে ডাউনলোড করা যায় । এটা ও ঠিক দুইটা উপায়ে করা যায় ।
প্রথম উপায় হল Proxy & Port পরিবর্তন করে । আসুন ছবির মাধ্যমে সেটিং
IDM ওপেন করে Option এ ক্লিক করবেন । এবার Proxy তে ক্লিক করবেন । আর নিচের সেটিং গুলো করবেন ।
Use HTTPS Proxy – 10.128.1.2
Port – 8080
এবার Ok করুন ।
আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে Proxifier ব্যবহার করা । এটা ব্যাবহার করা সবচেয়ে উত্তম । কারণ এ দ্বারা আপনারা সবচেয়ে সহজে ডাউনলোড করতে পারবেন । রিজুম ভাবে ।
ডিসকানেক্ট সমস্যা আসে বিধায় ডাউনলোড করতে গেলে আপনাকে বার বার IDM কানেক্ট করতে হয় । এ সমস্যা সমাধানের উপায় আসুন এবার দেখে নিই ।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ওপেন করুন । এবার Option এ ক্লিক করুন । তারপর ডায়াল আপ এ ক্লিক করুন ।
Use Windows Dial Up Networking মার্ক করবেন ।
Connection – আপনার মডেম কানেকশন এর নাম থাকবে ।
User Name – এর ঘরে নাম দেওয়া না থাকলে আপনার ইচ্ছামত নাম দিন ।
Password – Password দেওয়া না থাকলে ইচ্ছামত নাম দিন ।
Save Password এ মার্ক করবেন । এবার Apply এ ক্লিক করবেন ।
আর অটো রিকান্টে করার জন্য Redial Option এ যান ।
Redial Attemps –3 Second
Time Between Redial Attemps – 1 Second
দিবেন ।
এবার Ok করবেন । আপনার সকল কাজ এবার শেষ হল । এবার আপনি আনন্দের সাথে ডাউনলোড এবং ব্রাউজিং করুন ।
পিকচার দেখে ভাল ভাবে করে নিন- (নয়ন সমদ্দার)





কম্পিউটারে পুরাই ফ্রি নেট ইউজ এবং ডাউনলোড আনলিমিটেড

এটি একটি সংকলিত পোস্ট। যারা এখনও পিডি-প্রক্সি দিয়ে ফ্রি নেট ইউজ করতে পারছেননা এটি শুধু তাদের জন্যই। আগেই বলে নিচ্ছি এই পোস্টের সকল ক্রেডিট আমার নয়। ক্রেডিট নাম না জানা কোন ব্যক্তির। বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। প্রথমেই বলে নিচ্ছি যা যা লাগবেঃ
১। ১টা জিপি সিম
২। একটা মোবাইল+(কেবল/ব্লুটুথ) অথবা মডেম
৩। PDPROXY সফটওয়্যার [ডাউনলোড করুন নিচে দেয়া লিঙ্ক থেকে( ২ এমবি মাত্র )।]
এখন আপনার সিম-এ ১ এমবি অথবা ৩ এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করুন । আপনার সিম কোন না কোন ইন্টারনেট অ্যাক্টিভ থাকতে হবে। ঐ প্যাকেজের মেয়াদ থাকা পর্যন্ত আপনি ফ্রী ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাই আমার মতে ৩ এমবি ইন্টারনেট অ্যাক্টিভ করাই ভাল হবে। কারন এতে আপনি ১১ টাকায় ৭ দিনের মেয়াদ পাবেন । আর ১টা কথা আপনার সিমে ইন্টারনেট অ্যাক্টিভ করার পর কোন টাকা রাখা যাবেনা। তাহলে কিন্তু আপনার টাকা কেটে নিবে। তাই এই কাজের জন্য মাত্র ১২টাঁকা recharge করে নিবেন ।
এবার যা যা করতে হবেঃ
www.pdproxy.com –এ গিয়ে Signup করুন। এখানে গিয়ে username (আপনি যে নাম এ অ্যাকাউন্ট করতে চান সেই নাম), password ও ইমেইল আইডি দিয়ে sign up বাটন এ ক্লিক করুন । কাজ শেষ এবার তারা আপনারই মেইলে ১টা confirmation link পাঠাবে। সেই লিঙ্ক এ ক্লিক করে আপনার একাউণ্ট এক্টিভ করুন।
 আপনার ডাউনলোড করা সফটওয়্যারটি ১টা ফোল্ডারে আঞ্জিপ(EXTRACT) করুন। ভিতরে অনেক গুলো ফাইল পাবেন। এখান থেকে PD-launcher এই ফাইলটা ওপেন করেন।
 এবার আপনার username ও password দিয়ে connect বাটনে ক্লিক করুন । যখন দেখবেন লাল দাগ এর মত succesfully connected to server লেখা এসেছে মনে করবেন আপনার কাজ হয়ে গেছে।
 এবার সফটওয়্যার তা minimize করে নিশ্চিন্তে ব্রাউস আর ডাউনলোড করতে থাকুন। আর ১ টা কথা প্রতিটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ১০০ এমবি ডাটা ইউস করতে পারবেন। তাই আমার মত ১০/২০ টা অ্যাকাউন্ট তৈরি করে নেন আমি ১০টা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন ৮০০/১০০০ এমবি ইউস করতে পারি। আপনি যদি অনেক গুলো অ্যাকাউন্ট ১টা পিসি তে ইউস করতে চান, তাহলে ৮০/৯০ এমবি ডাউনলোড হবার পর pdproxy software টা system tray থেকে ওপেন করে stop বাটন এ ক্লিক করুন। তারপর আবার নতুন username /password দিয়ে connect করে আবার ইউস করতে থাকুন।
 মনে রাখবেন যদি ভুলেও ১০০ এমবি তে চলেযায় তাহলে এদিন আর এই পিসি তে নেট ইউস করতে পারবেন না । তাই সাবধান থাকবেন। আর ১টা কথা এই সফটওয়্যার দিয়ে নেট ইউস করলে সব ব্লক হওয়া সাইট ইউস করতে পারতে পারবেন। এই সফটওয়্যারটা IP HIDER হিসেবেও কাজ করে।
 যদি connect করার সময় server Full দেখায় তাহলে কয়েক second পর আবার চেষ্টা করুন। অথবা UDP এর জায়গায় ICMP সিলেক্ট করে connect করুন। আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
 তাহলে এখন থেকেই বাশ দেয়া শুরু করুন- “হ্যাপি বাশিং”। আর ১টা কথা সফটওয়্যার টা প্রথম চাল করলে কিছু TAP driver ইন্সটল নিতে চাইতে পারে। সেটা Yes/ ok করে আগে ইন্সটল করে নিবেন।
 কেউ ভাববেননা জিপি জেনে গেলে এটা বন্ধ করে দিবে । এটা বন্ধ করতে গেলে কোম্পানিকে তাদের সম্পূর্ণ সিস্টেম বদলাতে হবে ।

Friday, January 25, 2013

NS Service - সমূহ এক পলকে


 আমাদের কিছু কথা.................
১. বিশ্ব যখন হাতের মুঠোয় আপনি তখন কোথায়।
২. আপনি নিজে ডিজিটাল হোন দেশ ডিজিটাল হবে।
৩. দেশকে ডিজিটাল করার লক্ষে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপটরিসীম।

আমাদের ট্রেনিং Package সমূহ-

Package (1)=1500 tk
      ÌOffice Corse
                 ôMS Word
                    ôMS Excel
                      ôMS PowerPoint
³Package (2)=1000 tk
            ÌInternet- Basic
                          à Account Create
                          à Personal website Make
                          à PC To PC Calling System-Audio/Video
                          à Song Download Video/Audio- Easy System
                          à Software, Game Download- Easy System.

³Package (3)=1000 tk
            ÌGraphic Design/ Auditing
                        æ Photoshop
æ Illustrator
æ Banner Design
æLogo Design
                        ª Video Auditing.

wet `ªt- c¨v‡KR (1) MÖnb Kwi‡j Gi mv‡_ wZbwU ‡cÖvMÖvg Gi e¨vwmK avibv †`Iqv n‡e|

AGQvovI GLv‡b mKj ai‡bi †jLv‡jwLi KvR, wWRvBb, we‡q, Rb¥w`b,‡cÖvMvg Gi wfwWI my›`ifv‡e GwWU Kiv nq, B›Uvi‡bU msµvš— KvR Kiv nq|

‡hvMv‡hv‡Mi wVKvbv- 
নয়ন সমদ্দার
‡gvevBj bs t 01929-941746

Wednesday, January 23, 2013

Welcome To NS


প্রজত্নে- নয়ন সমদ্দার
পরম করুনাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে যাচ্ছিআমি আপনাদের পরিচিত একজন মানুষ লাইফের অনেক কিছু পার করে আবার আপনাদের সামনে হাজির হলামআপনাদের জন্য সমাজের জন্য দেশের জন্য কিছু করার জন্যসবাই আমার জন্য দোয়া এবং আর্শিবাদ করবেনযে আপনাদের জন্য কিছু করতে পারি
NS Computer center করার আগে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদে সাথে শেয়ার করিএই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।জানতে পারবেন, বুঝতে পারবেন। 
আমি এই খুলনাতে আসি কম্পিউটার ইঞ্জিনারিং পরার জন্যভালভাবে পরাশুনা করছি করতে করতে ছয় মাস কেটে গেল ছয়টি মাসআশা ছিল কম্পিউটার নিয়ে কিছু করাএর জন্য যা যা দরকার যা কিছু শেখা দরকার সব আস্তে আস্তে আয়ত্ব করছি অফিস কোর্স এর উপর আগে থেকে ভাল দক্ষতা ছিলফটোশপ, ইন্টারনেট এর উপর হালকা দক্ষতা ছিলআশাছিল এই কাজগুলো ভালভাবে শেখা কিছুদিন পর এক বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম তার নাম (বদরুদ্দোজা চাঁদ)সে একটি অফিসে জব করতে ছিলসেই অফিসে ছিল কিভাবে ইন্টারনেট থেকে সঠিক উপায় ঘরে বসে ইনকাম করা যায় আমার বিষয়টা বেশ ভাল লাগল। এবং আমি তাদের অফিসে চলে গেলাম। ইন্টারনেট এর কোর্সটি করলাম ৬০০০ টাকা দিয়ে। সত্যিই আমি সেখান থেকে এত কিছু শিখেছি যা আমার অনেক কাজে দিছে। সে খানের টেনার ছিল আমার শ্রদ্ধেয় (বিপ্লব স্যার)। সে ক্লাস শুরুতে বললেন যে যদি ইন্সটান ইনকাম চাও তা হলে কিছু ব্যবস্থা আর যদি সারাজীবনের জন্য ইনকাম করতে চাও তাহলে দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং কষ্ট করতে হবে। আমি নিজে ঠিক করলাম যে দীর্ঘমেয়াদী কাজটা করব এবং শুরু করে দিলাম। আমি তখন হোষ্টেল থেকে নেমে গেলাম আমার দুই ফেন্ড এর সাথে। আমরা তিনজন (নাহিদ+সজল+)এবং আমি।অনেক ভাল কটিছিল দিনগুলো নিজেরা রান্না করে খেতাম। আমরা তিনজনে অনলাইনের কাজ শিখতাম। এথম যে বাসায় ছিলাম সেখান থেকে চলে আসলাম আরেকটা বাসায়। সে খানে ছিল দুটো রুম। আমরা মাত্র তিনজন। ভাড়া তিন হাজার টাকা প্রথম ১ মাস ভাল ভাবে চলল। তখন আমার একার কম্পিউটার ছিল। আমি কম্পিউটার প্রশিক্ষন দিতাম। আমি খুলনায় এসে প্রথমে আমার ক্লাসের এক ফেন্ড (ইমরান) কে কাজ শেখাই।তারপর আমার দুই বান্ধবী (শস্তিকা+ সাজেদা)আমার কাছে কোর্স করে। এ সব কিছু দেখে আমার রুমেমট দুজন বলল আমার একজনের বাড়িতে কম্পিউটার আছে আর একজন বলল আমি সামনের মাসে কিনব। তো বসে থাকা যাবে না। আমরা ট্রেনিং সেন্টার শুরু করতে পারি। আমি বললাম হ্যা এটা করা যায় তা হলে ভাল হবে। রুমে তিনটি কম্পিউটার আসল এক রুম ট্রেনিং সেন্টার এর জন্য সিলেক্ট করলাম। এবং প্লান করে কাজ শুরু করলাম। আমি ছিলাম ট্রেনার, সজল ছিল ক্যাসিয়ার, আর নাহিদ ছিল পরিচালক। আমরা দ্বায়িত্ব পালন করতে শুরু করলাম বিভিন্ন ভাবে প্রচার প্রচারনার মাধ্যমে প্রথম মাসে আমাদের ২১ টা ফরম ফিলাপ হয় এবং তারা বিভিন্ন টাইম নিয়ে থাকে। কেহ বলে সামনের মাসে সিখব বা কেহ বলে পরের মাসে শিখব। এ রকম করে ৪ টা ইন্টুডেন্ট নিয়ে ব্যাচ শুরু করলাম আমার দায়িত্ব ছিল প্রশিক্ষন দেয়ার। সো আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছিলাম। এ রকম করে এক মাস হওয়ার পর। কলেজ ছুটি হওয়াতে আমরা দুইজন বাড়িতে যাই কিছু দিনের জন্য কিন্একজন ছিল ওর উপর সকল দায়িব্ত দেয়া হয় যে সকল পরিচালনার দায়িত্ব তোমার থাকবে। কিন্তু সে তার দায়িব্ত অবহেলা করে সেও বাসায় চলে যায়। মানুষ জন এসে ফিরে যায়। পরে আমরা ফিরে আসলে সবাই বলে এই অবস্থা। আপনাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরের মাসে সিদ্ধান্ত নিলাম এভাবে দ্বায়িত্ব অবহেলা লোকদিয়ে কিছু করা সম্ভব না।তারপর সেই মাসে আমার এক ফ্রেন্ড তার ফেমিলির কাছে চলে যায়। আর একজন কোন গুরুত্ব দেয় না।আর আমি একা কি করব প্রশিক্ষন করাচ্ছি। ১ জন ২ জন করে। পরে আমরা দুজন বাসা ভারা টানতে পারছি না । কি আর করার রুমে লোক উঠালাম। আমরা চলে গেলাম আরেক বাসায়। আমরা দুজন ও কিছু কারকন আলাদা হয়ে গেলাম। এখন আমি একা বয়রা এক ম্যাচে থাকার জন্য ভাগ্যের কি নির্মম পরিহাস সেখান খেকে আমার দুটো সেলফোন চুরি হয়ে গেল।কি আর করার ডিসিশন নিলাম ঐ ম্যাচে আর থাকব না। এবং সেই আগের ম্যাচে চলে আসলাম। এবং ডিসিশন নিলাম এখান থেকে আবার নতুন করে আবার একা শুরু করব। এবং শুরু করলাম । সবার দোয়া ও আর্শিবাদে দুজন ষ্টুডেন্ট হইছে। আশা করি আরও হবে এবং আমার এই প্রতিষ্ঠান কে আমি অনেক বর করতে পারব। এবং সবার জন্য স্বল্পমূল্যে ও সহজে কম্পিউটার প্রশিক্ষন এর ব্যবস্থা করেছি। ভিতরে আরও অনেক ঘটনা রয়ে গেছে। যা বললে আপনাদের খারাপ লাগবে তাই বললাম না। যদি কোনদিন বলার মনে করি বলল। কেমন লাগল আপনাদের জানাবেন।  
                                                             Nayan Samodder
                                                            Mob- 01929941746
                                                        Email- nayancse@yahoo.com
                                                       web- pcabouthelp.blogspot.com