This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, January 25, 2013

NS Service - সমূহ এক পলকে


 আমাদের কিছু কথা.................
১. বিশ্ব যখন হাতের মুঠোয় আপনি তখন কোথায়।
২. আপনি নিজে ডিজিটাল হোন দেশ ডিজিটাল হবে।
৩. দেশকে ডিজিটাল করার লক্ষে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপটরিসীম।

আমাদের ট্রেনিং Package সমূহ-

Package (1)=1500 tk
      ÌOffice Corse
                 ôMS Word
                    ôMS Excel
                      ôMS PowerPoint
³Package (2)=1000 tk
            ÌInternet- Basic
                          à Account Create
                          à Personal website Make
                          à PC To PC Calling System-Audio/Video
                          à Song Download Video/Audio- Easy System
                          à Software, Game Download- Easy System.

³Package (3)=1000 tk
            ÌGraphic Design/ Auditing
                        æ Photoshop
æ Illustrator
æ Banner Design
æLogo Design
                        ª Video Auditing.

wet `ªt- c¨v‡KR (1) MÖnb Kwi‡j Gi mv‡_ wZbwU ‡cÖvMÖvg Gi e¨vwmK avibv †`Iqv n‡e|

AGQvovI GLv‡b mKj ai‡bi †jLv‡jwLi KvR, wWRvBb, we‡q, Rb¥w`b,‡cÖvMvg Gi wfwWI my›`ifv‡e GwWU Kiv nq, B›Uvi‡bU msµvš— KvR Kiv nq|

‡hvMv‡hv‡Mi wVKvbv- 
নয়ন সমদ্দার
‡gvevBj bs t 01929-941746

Wednesday, January 23, 2013

Welcome To NS


প্রজত্নে- নয়ন সমদ্দার
পরম করুনাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে যাচ্ছিআমি আপনাদের পরিচিত একজন মানুষ লাইফের অনেক কিছু পার করে আবার আপনাদের সামনে হাজির হলামআপনাদের জন্য সমাজের জন্য দেশের জন্য কিছু করার জন্যসবাই আমার জন্য দোয়া এবং আর্শিবাদ করবেনযে আপনাদের জন্য কিছু করতে পারি
NS Computer center করার আগে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদে সাথে শেয়ার করিএই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।জানতে পারবেন, বুঝতে পারবেন। 
আমি এই খুলনাতে আসি কম্পিউটার ইঞ্জিনারিং পরার জন্যভালভাবে পরাশুনা করছি করতে করতে ছয় মাস কেটে গেল ছয়টি মাসআশা ছিল কম্পিউটার নিয়ে কিছু করাএর জন্য যা যা দরকার যা কিছু শেখা দরকার সব আস্তে আস্তে আয়ত্ব করছি অফিস কোর্স এর উপর আগে থেকে ভাল দক্ষতা ছিলফটোশপ, ইন্টারনেট এর উপর হালকা দক্ষতা ছিলআশাছিল এই কাজগুলো ভালভাবে শেখা কিছুদিন পর এক বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম তার নাম (বদরুদ্দোজা চাঁদ)সে একটি অফিসে জব করতে ছিলসেই অফিসে ছিল কিভাবে ইন্টারনেট থেকে সঠিক উপায় ঘরে বসে ইনকাম করা যায় আমার বিষয়টা বেশ ভাল লাগল। এবং আমি তাদের অফিসে চলে গেলাম। ইন্টারনেট এর কোর্সটি করলাম ৬০০০ টাকা দিয়ে। সত্যিই আমি সেখান থেকে এত কিছু শিখেছি যা আমার অনেক কাজে দিছে। সে খানের টেনার ছিল আমার শ্রদ্ধেয় (বিপ্লব স্যার)। সে ক্লাস শুরুতে বললেন যে যদি ইন্সটান ইনকাম চাও তা হলে কিছু ব্যবস্থা আর যদি সারাজীবনের জন্য ইনকাম করতে চাও তাহলে দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং কষ্ট করতে হবে। আমি নিজে ঠিক করলাম যে দীর্ঘমেয়াদী কাজটা করব এবং শুরু করে দিলাম। আমি তখন হোষ্টেল থেকে নেমে গেলাম আমার দুই ফেন্ড এর সাথে। আমরা তিনজন (নাহিদ+সজল+)এবং আমি।অনেক ভাল কটিছিল দিনগুলো নিজেরা রান্না করে খেতাম। আমরা তিনজনে অনলাইনের কাজ শিখতাম। এথম যে বাসায় ছিলাম সেখান থেকে চলে আসলাম আরেকটা বাসায়। সে খানে ছিল দুটো রুম। আমরা মাত্র তিনজন। ভাড়া তিন হাজার টাকা প্রথম ১ মাস ভাল ভাবে চলল। তখন আমার একার কম্পিউটার ছিল। আমি কম্পিউটার প্রশিক্ষন দিতাম। আমি খুলনায় এসে প্রথমে আমার ক্লাসের এক ফেন্ড (ইমরান) কে কাজ শেখাই।তারপর আমার দুই বান্ধবী (শস্তিকা+ সাজেদা)আমার কাছে কোর্স করে। এ সব কিছু দেখে আমার রুমেমট দুজন বলল আমার একজনের বাড়িতে কম্পিউটার আছে আর একজন বলল আমি সামনের মাসে কিনব। তো বসে থাকা যাবে না। আমরা ট্রেনিং সেন্টার শুরু করতে পারি। আমি বললাম হ্যা এটা করা যায় তা হলে ভাল হবে। রুমে তিনটি কম্পিউটার আসল এক রুম ট্রেনিং সেন্টার এর জন্য সিলেক্ট করলাম। এবং প্লান করে কাজ শুরু করলাম। আমি ছিলাম ট্রেনার, সজল ছিল ক্যাসিয়ার, আর নাহিদ ছিল পরিচালক। আমরা দ্বায়িত্ব পালন করতে শুরু করলাম বিভিন্ন ভাবে প্রচার প্রচারনার মাধ্যমে প্রথম মাসে আমাদের ২১ টা ফরম ফিলাপ হয় এবং তারা বিভিন্ন টাইম নিয়ে থাকে। কেহ বলে সামনের মাসে সিখব বা কেহ বলে পরের মাসে শিখব। এ রকম করে ৪ টা ইন্টুডেন্ট নিয়ে ব্যাচ শুরু করলাম আমার দায়িত্ব ছিল প্রশিক্ষন দেয়ার। সো আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছিলাম। এ রকম করে এক মাস হওয়ার পর। কলেজ ছুটি হওয়াতে আমরা দুইজন বাড়িতে যাই কিছু দিনের জন্য কিন্একজন ছিল ওর উপর সকল দায়িব্ত দেয়া হয় যে সকল পরিচালনার দায়িত্ব তোমার থাকবে। কিন্তু সে তার দায়িব্ত অবহেলা করে সেও বাসায় চলে যায়। মানুষ জন এসে ফিরে যায়। পরে আমরা ফিরে আসলে সবাই বলে এই অবস্থা। আপনাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরের মাসে সিদ্ধান্ত নিলাম এভাবে দ্বায়িত্ব অবহেলা লোকদিয়ে কিছু করা সম্ভব না।তারপর সেই মাসে আমার এক ফ্রেন্ড তার ফেমিলির কাছে চলে যায়। আর একজন কোন গুরুত্ব দেয় না।আর আমি একা কি করব প্রশিক্ষন করাচ্ছি। ১ জন ২ জন করে। পরে আমরা দুজন বাসা ভারা টানতে পারছি না । কি আর করার রুমে লোক উঠালাম। আমরা চলে গেলাম আরেক বাসায়। আমরা দুজন ও কিছু কারকন আলাদা হয়ে গেলাম। এখন আমি একা বয়রা এক ম্যাচে থাকার জন্য ভাগ্যের কি নির্মম পরিহাস সেখান খেকে আমার দুটো সেলফোন চুরি হয়ে গেল।কি আর করার ডিসিশন নিলাম ঐ ম্যাচে আর থাকব না। এবং সেই আগের ম্যাচে চলে আসলাম। এবং ডিসিশন নিলাম এখান থেকে আবার নতুন করে আবার একা শুরু করব। এবং শুরু করলাম । সবার দোয়া ও আর্শিবাদে দুজন ষ্টুডেন্ট হইছে। আশা করি আরও হবে এবং আমার এই প্রতিষ্ঠান কে আমি অনেক বর করতে পারব। এবং সবার জন্য স্বল্পমূল্যে ও সহজে কম্পিউটার প্রশিক্ষন এর ব্যবস্থা করেছি। ভিতরে আরও অনেক ঘটনা রয়ে গেছে। যা বললে আপনাদের খারাপ লাগবে তাই বললাম না। যদি কোনদিন বলার মনে করি বলল। কেমন লাগল আপনাদের জানাবেন।  
                                                             Nayan Samodder
                                                            Mob- 01929941746
                                                        Email- nayancse@yahoo.com
                                                       web- pcabouthelp.blogspot.com